স্বদেশী ক্লাব পোর্তোর কাছে রোনালদোর জুভেন্টাসের হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩১| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৪
অ- অ+

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের খেলায় নিজ দেশের ক্লাব এফসি পোর্তোর নিকট ২-১ গোল ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। ম্যাচে পোর্তোর হয়ে একটি করে গোল করেন মেহেদি তারেমি এবং মুসা মারেগা। আর জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেন চিয়েসা।

রদ্রিগো বেন্টানকুরের অবিশ্বাস্য ভুলে ম্যাচের ৬৩ সেকেন্ডের মাথায় গোল হজম করে জুভেন্টাস। সতীর্থের ব্যাকপাস পেয়ে গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ডি-বক্সের মুখে বাড়ান বেন্টানকুরকে। উরুগুয়ের এই মিডফিল্ডার স্ট্যাসনিকেই ফিরতি পাস বাড়ান, তবে লক্ষ্য ঠিক ছিল না। কাছেই দাঁড়ানো মেহেদি তারেমি ছুটে গিয়ে বল পাঠান জালে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে দ্বিতীয় গোল হজম করে জুভেন্টাস। ডান দিক থেকে উইলসন মানাফার পাস ডি-বক্সে দুই ডিফেন্ডারের মাঝে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে নিচু শটে বল জালে পাঠান মালির ফরোয়ার্ড মুসা মারেগা।

৮২তম মিনিটে মূল্যবান অ্যাওয়ে গোলটি পায় ইউভেন্তুস। বাঁ দিক থেকে রাবিওর ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফেদেরিকো চিয়েসা।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা