নেপালের লিগে খেলার ছাড়পত্র পেলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৯

নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়ার খেলার জন্য আবেদন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান। আর ওই টুর্নামেন্টে খেলার অনাপত্তিপত্র এই টাইগার ওপেনারকে দেওয়া হয়েছে বলে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের পর্দা নামবে ৯ অক্টোবর। এই লিগে অংশ নেওয়ার জন্য গত কয়েকদিন ধরেই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চারিয়ে গেছেন দেশসেরা এই ওপেনার। তাতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তামিম বলেন, ‘ব্যাটিংয়ের সময় তামিমের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের দেখতে হবে রানিং ও ফিল্ডিংয়ের সময় সে কেমন অনুভব করে। তবে সে যেভাবে উন্নতি করছে, আমরা আশাবাদী যে ইপিএলের আগেই সে ফিট হয়ে যাবে।’

এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স দলে খেলবেন তামিম। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের অর্থাৎ ২৪ সেপ্টেম্বর তার দেশ ছাড়ার কথা রয়েছে। প্রস্তুতির সবটুকু তাই দেশ থেকেই নিয়ে নিয়েছেন এই মারকুটে ওপেনার।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :