'মহানবী ছিলেন মানবকল্যাণের অগ্রদূত'

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৫:৩৭

‘বিশ্বের প্রতিটি ধর্মেই মানুষের কল্যাণ করার কথা বলা হয়েছে। বলা হয়েছে- সত্য কথা বল, ন্যায়ের পথে চল, অন্যায়কে প্রতিরোধ কর, অন্যায় কাজ থেকে বিরত থাক। ধর্মের এই মর্মকথাগুলো আমরা যদি অনুসরণ করতে ব্যর্থ হই, তাহলে সৃষ্টিকর্তা আমাদের কখনোই ক্ষমা করবেন না।’

ফরিদপুরে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিনগুলো নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

বুধবার ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে ঈদে মিলাদুন্নবীর এই আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, মহানবী বিশ্বের মানব কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন। যে কারণে আজ সারা পৃথিবীতে অসংখ্য অনুসারী রয়েছে মহানবীর। তিনি মানবতা এবং সত্যের পথ দেখিয়েছেন। তার আদর্শ আমরা প্রত্যেকে গ্রহণ করলে একজন সুন্দর ও আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারব।

এই আলোচনা সভায় আরো বক্তব্য দেন- পুলিশ সুপার আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শিক্ষাবিদ প্রফেসর আবদুস সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান প্রমুখ।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :