রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির কর্মী খুন

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২১, ২২:১৫
অ- অ+

রাজশাহী নগরীতে দুর্বৃত্তের হামলায় ওয়ার্কার্স পাটির এক কর্মী খুন হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় নিহতের বাসায় ঢুকে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়।

নিহত যুবকের নাম পিয়ারুল ইসলাম পিরু (৩৫)। তার বাবার নাম মৃত কোরবান আলী। তার বাসা রাণীনগর এলাকায়। তিনি ওয়ার্কার্স পার্টির ২৫ নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন বলেন, সন্ধ্যায় তার এলাকার কিছু যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এরপর পিরু বাড়িতে চলে আসে। রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে পিরুর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে পিরুর মৃত্যু হয়।

ওসি বলেন, এ ঘটনার পর শিমুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পিরুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে। রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

ওসি বলেন, খুনের প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে। জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিক্যাল টিম ঢাকায়
বাচ্চাদের চিকিৎসার জন্য কোন দেশ ভেদাভেদ করছি না: বার্ন ইন্সটিটিউট পরিচালক
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
হাতিয়ার সাগরে ভাসমান ট্রলার থেকে ১৪ জেলে উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা