হামলার প্রতিবাদে টিএসসিতে আজও বসবে কাওয়ালির আসর

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি সঙ্গীত অনুষ্ঠানে হামলার প্রতিবাদে পুনরায় আসর বসানো হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আসরটি বসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’র প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।

কাওয়ালি গানের আসরে অতর্কিত হামলার প্রতিবাদস্বরূপ এখন থেকে প্রতি বৃহস্পতিবার টিএসসিতে এই গানের আসর বসানো হবে।

এ বিষয়ে ‘সিলসিলা’র প্রতিষ্ঠাতা লুৎফর রহমান বলেন, আমরা একটি অরাজনৈতিক অনুষ্ঠান আয়োজন করেছিলাম। কিন্তু সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমরা এই হামলার বিচার চাই। এর প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টায় কাওয়ালি ও প্রতিবাদী গানের আয়োজন করেছি। এছাড়া আমরা এখন থেকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠান করব।

লুৎফর রহমান বলেন, গতকাল কাওয়ালি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারীরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে‍। তারা আমাদের সাউন্ড সিস্টেম ও ডেকোরেটরের লোকদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরে আমরা কোনো সাউন্ড সিস্টেম ছাড়াই অনুষ্ঠানটি শুরু করি‍। কাওয়ালদের সুরের মূর্ছনায় দর্শকরা যখন হারিয়ে যাচ্ছিলেন, তখনই ছাত্রলীগের সাদ্দাম হোসেনের অনুসারীরা স্টেজে উঠে অতর্কিতভাবে কাওয়াল ও দর্শকদের ওপর হামলা চালায়‍।

তিনি বলেন, হামলায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম রাফা, দর্শন বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মুনা, ক্যাম্পাসের সাংবাদিক জালাল উদ্দিনসহ আরও অনেকেই‍ আহত হয়েছেন। তারা আমাদের সাউন্ডবক্স, চেয়ার ও স্টেজ ভাঙচুর করে‍। পরে আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ হিসেবে তাৎক্ষণিক প্রক্টর অফিসের সামনে ‘প্রতিবাদী কাওয়ালি’র আয়োজন করি‍। আগামীতেও আবহমান বাংলা সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন চালানো সব সাংস্কৃতিক দস্যুদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ জারি থাকবে।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরএল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিবিএ পড়াকালেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ভর্তির সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই : হাবিপ্রবি উপাচার্য

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জীবনের শেষ একাডেমিক পরীক্ষায় তৃতীয় জবির সেই অবন্তিকা

স্বপ্নিলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

‘মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে বাংলাদেশ বলীয়ান’

প্রাথমিক শিক্ষায় বড় অর্জন, ২৯ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :