টেকনাফে ছাত্রদলের হামলায় ছাত্রলীগ নেতাকর্মী আহত

টেকনাফ প্রতিনবধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২২, ২১:০১
অ- অ+

কক্সবাজারের টেকনাফে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের আতাউর রহমান ওয়াসিম নামে এক নেতা গুরুতর আহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ওয়াসিম উপজেলা হোয়াইক্যং ইউপির উত্তর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হোয়াইক্যং স্টেশনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা হোয়াইক্যং স্টেশনে বিক্ষোভ মিছিল করে। মিছিলের কিছুক্ষণ পরে ফিরে এসে হঠাৎ হোয়াইক্যং স্টেশনে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ওই ইউনিয়নের উত্তর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াসিমসহ ছাত্রলীগের কয়েকজন নেতকর্মী গুরুত আহত হয়। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমপি পুত্র তারেক মাহমুদ রনি জানান,হঠাৎ ছাত্রদলের সন্ত্রাসীরা চোরাগুপ্ত হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে হামলার পরে হোয়াইক্যং স্টেশনে দ্রুত এক প্রতিবাদ সভা করেন ছাত্রলীগ,যুবলীগ ও আওমীলীগের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ আজিজুল হক বক্তব্যে বলেন, আমাদের এলাকায় যারা রাজনীতির নামে প্রতিহিংসামূলক অপরাজনীতি করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

টেকনাফ মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন,অভিযোগ দেয়নি কেউ, তবে শুনামাত্র ঘটনা স্থলে পুলিশ গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে এবং অভিযান চলবে।

(ঢাকাটাইমস/২৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা