সরকার ৩৫ কোটি বই বিনামূল্যে দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৫:৩৯ | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সরকার ৩৫ কোটি বই বিনামূল্যে দিচ্ছে। যার দাম হাজার হাজার কোটি টাকা হবে। এই ধরনের নজির পৃথিবীর কোথাও নেই যেখানে বিনামূল্যে ছেলেমেয়েদের বই দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়ার জন্য ৪ কোটি ছেলেমেয়েকে বিনামূল্য বই দিয়েছেন।’

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

করোনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সরকার বিনামূল্যে সবাইকে করোনার টিকা দিয়েছেন। আমরা বয়স্ক থেকে শিশুদেরও টিকা দিয়েছি। তাই আমরা করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। মানিকগঞ্জে ১ লাখ ৭০ হাজার ছেলেমেয়ে লেখাপড়া করে। শিক্ষা মন্ত্রণালয় থেকে মানিকগঞ্জের জন্য ১৭ লাখ বই দেওয়া হয়েছে। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করবে।’

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ বলে, ‘বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আমি খুব খুশি। পড়াশোনা করে অনেক বড় হতে চাই। আর বিনামূল্যে নতুন বই দেওয়াতে প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছা।’

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :