আমলাদের অতৃপ্তি যেনো কাটে না

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৩, ২০:৩৯
অ- অ+

সিনিয়র, সমবয়সীদের মধ্যে যেসব আমলা অবসরে গেছেন, তাদের সাথে আড্ডা হয়। বোঝা যায় তাদের বেশিরভাগই অতৃপ্ত। সেটা আর্থিক কারণেই কেবল নয়। কেউ মনে করেন তার যোগ্যতার মূল্যায়ন হয়নি, কেউ মনে করেন তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, আবার অনেকেই এখন যারা চাকরিতে আছেন তাদের যোগ্যতা আর দক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনা করেন।

একজনকে বললাম, আপনাদের হাতে ক্ষমতা ছিল দেশ ও মানুষের জন্য করার। এত ট্রেইনিং, এত বিদেশ ঘুরা, নানা বৈচিত্র্যময় পদে থেকে অভিজ্ঞতা এবং জ্ঞানও অনেক। তাহলে নিজ নিজ কর্মস্থলে বিভিন্ন দেশ ও সম্মেলন ঘুরে যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জিত হয়েছিল সেগুলো কাজে লাগানো গেল না কেন? বা যায়না কেন?

একজনের উত্তর - 'একেবারে যায়না তা নয়, তবে বেশি কিছু করা কঠিন। কাঠামোটাই এমন যে একে ভেদ করা যায়না। ফলে বিদেশ, বিদেশি সংস্থা, সেমিনার সিম্পোজিয়াম থেকে অর্জিত জ্ঞানকে ভুলে যেতে হয়। আর বিদেশে সরকারি কর্মকর্তারা কাজ এঞ্জয় করে, আমাদের প্রটোকলে অবসেসসড থাকতে হয়, অন্যদের প্রটোকল নিশ্চিত করতে হয়, আর প্রমোশন ও বেনেফিট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য মেধা খরচ করতে হয়'।

লেখক: সৈয়দ ইশতিয়াক রেজা, সাংবাদিক

(লেখকের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, সিলেট সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা