আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়া-৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা শহরের বড়গোলা টিনপট্টি এলাকার ‘শুকরা কমিউনিটি সেন্টারে’ অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করেন।
আব্দুল মান্নান আকন্দের বড় মেয়ে মারুফা মুনমুন জানান, তাদের বাসা সংলগ্ন শুকরা কমিউনিটি সেন্টারের সামনে একটি এলইডি ডিপ্লেস সাইন রয়েছে। সেখানে কমিউনিটি সেন্টারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের প্রচার চালানো হয়। ডিজিটাল ওই ডিসপ্লেতে আমার বাবার একটি নির্বাচনি পোস্টার লাগানো হয়েছিল। রাত পৌনে ৮টার দিকে একজন ম্যাজিস্ট্রেট এসে এভাবে পোস্টার লাগানোকে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বাসায় তখন আব্বু ছিলেন না বলে আমার আম্মু জরিমানার ওই টাকা পরিশোধ করেন।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট নাসিম রেজা ওই অভিযান পরিচালনা করেন।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)