করোনার দুই ডোজ টিকা নেয়া থাকলে সমস্যা হবে না বিদেশযাত্রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২৩, ০৮:২৭

বিদেশযাত্রায় করোনার প্রথম দুই ডোজ টিকা নেয়া থাকলেই হবে। তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া না থাকলেও কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

এর আগে বুধবার টিকা স্বল্পতার কারণে করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া সাময়িক বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই সাধারণ মানুষের মধ্য থেকে প্রশ্ন উঠে, যাদের বিদেশে যেতে করোনা টিকার সনদ লাগে তাদের কী হবে?

এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা টাইমসকে জানান, সৌদি আরব কিংবা অন্য কোনও দেশে যেতে তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা দেয়ার দরকার নেই। যাদের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেয়া আছে, তারা ওই সনদ দেখিয়েই বিদেশে যেতে পারবেন।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়। আর তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেয়া হয়েছে।

প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি দ্বিতীয় ডোজ ও সাত কোটি তৃতীয় বা বুস্টার ডোজ এবং চতুর্থ বা দ্বিতীয় বুস্টার ডোজ দেয়া হয়েছে ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮টি।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। এ কারণে চতুর্থ ডোজ আপাতত কিছুদিন বন্ধ থাকবে।’

(ঢাকাটাইমস/০৩মার্চ/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আমার একটা সুতাও নাই: ঢাকা টাইমসকে আজিজ আহমেদ

লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী: তদন্তে যা বেরিয়ে এলো

কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

১১২ কোটি টাকার বৈদ্যুতিক তার কিনবে সরকার

আগেও বাংলাদেশে যাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র

ভোটার উপস্থিতি কম: সিইসি বললেন ‘রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত’

উপজেলা নির্বাচন: বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

নিষেধাজ্ঞার পর যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক: আর্টিকেল নাইনটিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :