সিলেটে ধানক্ষেতে পাথরশ্রমিকের লাশ

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৩, ২২:১৫

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং লক্ষীপুর প্রথম খণ্ড এলাকার একটি ধানক্ষেত সংলগ্ন নালা থেকে আসামপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী (৩৫) নামে এক পাথরশ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়া জেলার বাসিন্দা। তার পিতার নাম দুখু ফকির, মাতা- রহিমা বেগম।

তিনি দীর্ঘদিন থেকে জৈন্তাপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে বসবাস করছিলেন। ৩ সন্তানের জনক মোহাম্মদ আলী পেশায় পাথরশ্রমিক ছিলেন।

স্থানীয় এক মহিলা ঘাস আনতে গিয়ে নালার পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানান। পরে স্থানীরা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। প্রথমে লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। পরে থানায় নিয়ে যাওয়ার পর লাশটি শনাক্ত করা হয়।

নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, মোহাম্মদ আলী গত ৩/৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রব বলেন, নিহতের আত্মীয় স্বজন থানায় এসেছেন। এই ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :