কুমিল্লা

পুলক হাসান
 | প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১২:৫৮

তোমার মনে মেঘ জমেছে কি না কে জানে?

তবে আমরা কেউ সাদাকালোর বাইরে না।

আর আগুনের চেয়ে বিভীষিকার আগুন যে

আরও ভয়ংকর সকলেরই জানা।

তারপরও কেন বলো

সময়ের কলঙ্ক ঢেকে দেবে ঐ ঘূর্ণিধুলো?

পাথরে ফুটবে ফুল

আকুল হয়ে আছে মুকুল!

অবশ্য মুকুল ছাড়া ফুলের প্রশ্নই ওঠে না।

ফলে আজ বলব মন খুলে

আমাকে তুমি যতই করো অবহেলা

শুধু রসমালাই আর খদ্দেরের টানে

আমি কখনো যাইনি কুমিল্লা।

ছিল সরস্বতী, সেতার ও তানপুরা

সুরের ঝঙ্কারে প্রাণহরা।

আর তুমি যখন উর্বরা ও শ্যামলিমা

আমি কেন খুঁজব অন্য উপমা?

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :