সিলেট সিটি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ ২৭১ জনের

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মে ২০২৩, ১৮:৪০ | প্রকাশিত : ০৭ মে ২০২৩, ১৮:০২

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মোট ২৭১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে মেয়র পদে ৪ ও কাউন্সিলর পদে ২৬৭ জন।

রবিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্রগুলো সংগ্রহ করা হয়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয় গত ২৭ এপ্রিল।

মেয়র পদে যে ৪জনের মধ্যে ৩জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।

আর দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এবং কাউন্সিলর পদে ২৬৭ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা) ৫৯ ও ৪২টি সাধারণ ওয়ার্ডে ২০৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গণমাধ্যমকে রবিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

(ঢাকাটাইমস/৭মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :