ফরিদপুর পৌর আওয়ামী লীগের পাঁচ ওয়ার্ডে সম্মেলন, ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মে ২০২৩, ০৯:৫১ | প্রকাশিত : ১২ মে ২০২৩, ০৯:৫০

ফরিদপুর পৌর আওয়ামী লীগের পাঁচ ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বিবার্ষিক এ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে শহরের টেপাখোলাস্থ নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৮, ১৯, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন চলে বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত।

নতুন কমিটি ঘোষণা:

এদিন ১৮ নং ওয়ার্ডে মিন্টু হাজরাকে সভাপতি ও মীর আব্দুল জলিলকেসহ সভাপতি, ১৯ নং ওয়ার্ডে সন্জয় কুমার মিএ ডাবলুকে সভাপতি ও মীর জাহিদ আলীকে সাধারণ সম্পাদক, ২৩ নং ওয়ার্ডে ইকরাম হোসেন ফয়সালকে সভাপতি এবং ২৪ নং ওয়ার্ডে জিনাত হোসেনকে সভাপতি করা হয়। এছাড়া এছাড়া একটি ওয়ার্ড ও অন্য ওয়ার্ডগুলোর কমিটির অন্যান্য সদস্যদের নাম পরে জানানোর কথা বলা হয়।

এদিকে ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগ ও দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, বিশেষ অতিথি ছিলেন ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাইন উদ্দিন আহমেদ মানু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য খলিফা কামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, ছাএলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, দলের ঐক্যের স্বার্থে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

আরও পড়ুন: নকলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ঝুলছে ১৭ বছর

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে পদ্মা সেতুসহ অনেক মেঘা প্রকল্পের কাজ শেষ হয়েছে। জনগণের মধ্যে এ সমস্ত উন্নয়নের ম্যাসেজ পৌঁছে দিতে হবে। ফরিদপুর-৩ আসন থেকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই তার জন্য কাজ করবো।

(ঢাকাটাইমস/১২মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রশ্নফাঁসে জড়িত ডা. তারিমের ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি জেলেদের

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

সিলেটের ৪ উপজেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন স্বশিক্ষিত

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :