হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৬৯৬৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০২৩, ১২:১৭ | প্রকাশিত : ২৪ মে ২০২৩, ১০:৩০
ফাইল ফটো

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ৬৯৬৭ জন বাংলাদেশি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে হজযাত্রার সর্বশেষ অবস্থায় জানানো হয়, সর্বমোট ৬৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৪৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪৭৮ জন।

আরও পড়ুন>>স্থিতিশীল সরকার ও প্রবৃদ্ধির রেকর্ড থাকায় বাংলাদেশে বড় বিনিয়োগের প্রস্তাব সৌদি আরব

এ পর্যন্ত হজের জন্য মোট ভিসা ইস্যু হয়েছে ৪০ হাজার ৪০৭টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১৪ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৬ শতাংশ।

এদিকে স্থানীয় সময় সোমবার রাত ১০টায় মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজযাত্রীদের সেবাপ্রদান কার্যক্রম নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে বিষয় এবং কার্যভিত্তিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই অনুযায়ী হজ প্রশাসনিক দল এবং প্রশাসনিক সহায়তাকারী দলের সমন্বয় কমিটি গঠন সম্পন্ন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক এবং আইটি দলের দলনেতারা উপস্থিত ছিলেন।

গত ২১ মে শুরু হয় হজ ফ্লাইট। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রার শেষ হজফ্লাইট ২২ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ৬০৩টি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

(ঢাকাটাইমস/২৪মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য কর সুবিধা চালু রাখবে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রে আমার একটা সুতাও নাই: ঢাকা টাইমসকে আজিজ আহমেদ

লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী: তদন্তে যা বেরিয়ে এলো

কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

১১২ কোটি টাকার বৈদ্যুতিক তার কিনবে সরকার

আগেও বাংলাদেশে যাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র

ভোটার উপস্থিতি কম: সিইসি বললেন ‘রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত’

উপজেলা নির্বাচন: বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

নিষেধাজ্ঞার পর যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :