সিলেটের ভোটে বৃষ্টির হানার আশঙ্কা

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুন ২০২৩, ২২:৩০ | প্রকাশিত : ২০ জুন ২০২৩, ২২:০২

রাত পোহালেই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট। ভোটের দিন ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া কার্যালয়। মঙ্গলবার বিকালে আবহাওয়া কার্যালয়ের সিলেট স্টেশনের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আগামী ২৪ ঘণ্টা সিলেটে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরীতে বৃষ্টি হয়েছে। বুধবার বৃষ্টি হলে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে বেগ পেতে হতে পারে বলে শঙ্কা রয়েছে।

এদিন সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সিলেটের কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণের উপকরণ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনী উপকরণ বিতরণকালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, “বৃষ্টির কারণে ভোটে কিছুটা প্রভাব পড়তে পারে। বৃষ্টির মধ্যে ভোটার কেমন আসবেন এখনই বলা যাচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ভোটাররা আসবেন। ভোটের জন্য সব কেন্দ্র প্রস্তুত থাকবে। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন।

চার-পাঁচটা ভোটকেন্দ্রের মাঠে পানি উঠেছে উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, “এসব কেন্দ্রের পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয়েছে।”

ভোটের শেষ প্রচারের দিন সোমবার রাতে সিলেটের রেজিস্ট্রারি মাঠে এক সভায় আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, “বুধবার নির্বাচন। আমি জানি, ঝড়-বৃষ্টি বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে হলেও আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন।”

একইদিন নগরীর রিকাবীবাজার পয়েন্টে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। আমার কথায় নয়, যাকে আপনার বিবেচনায় যোগ্য মনে হয় তাকেই ভোট দেবেন।”

সিলেট সিটির মেয়র পদে আটজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা, মো. শাহ জাহান মিয়া, মো. ছালাহ উদ্দিন এবং মো. আবদুল হানিফ।

এ ছাড়া ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই নগরীতে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট ভোটকেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি।

(ঢাকাটাইমস/২০জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :