মস্কোতে ফের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২৩, ১৬:০০

মস্কোতে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য ইউক্রেনকে দায়ি করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়া বলেছে, ইউক্রেন অন্তত পাঁচটি ড্রোন দিয়ে মস্কোতে আক্রমণ করেছে যেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি ইউক্রেনীয় ড্রোনকে মস্কোর বিমান প্রতিরক্ষা গুলি করে ভূপাতিত করেছে এবং পঞ্চমটি মস্কো অঞ্চলের ওডিনসোভো জেলায় জ্যাম করে বিধ্বস্ত হয়েছে। কেউ আহত হয়নি।

রাশিয়ান সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ক্রেমলিনের ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি গ্রামের কাছে দুটি ড্রোন আটকানো হয়েছিল। পার্শ্ববর্তী কালুগা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত করা হয়েছে।

জরুরি পরিষেবাগুলো সংবাদ সংস্থা তাস’কে জানায়, নিউ মস্কো অঞ্চলে ‘ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে দু’টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।’

তাস আরও জানায় রাজধানী থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে কালুগা অঞ্চলে তৃতীয় একটি ড্রোনকে ‘গুলি করে নামানো হয়েছে।’

তাস বলেছে ‘প্রাথমিক প্রতিবেদন’ অনুসারে, তিনটি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল।

সংস্থাটি অঞ্জাত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, তিনটি ড্রোনই ফিক্সড উইং। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা আরআইএ নভোস্তিও জানিয়েছে, নিউ মস্কোর ভ্যালুয়েভো গ্রামের কাছে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো একটি ‘খোলা মাঠে’ পড়েছিল এবং এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে ড্রোনের উড্ডয়ন স্থলের নাম উল্লেখ করা হয়নি।

(ঢাকাটাইমস/৪জুলাই/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :