বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ সম্পন্ন করছেন শেখ হাসিনা: এ.কে. আজাদ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২৩, ২০:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ফরিদপুরে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুর শহর আওয়ামী লীগের আয়োজনে শহরের ২২ নং ওয়ার্ডের কমলাপুর এলাকায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে. আজাদ।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তিনি এমন একটি সমাজ চেয়েছিলেন যেখানে মানুষের অন্ন, বস্ত্র , বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সুব্যবস্থা থাকবে, শিক্ষা শেষে ছেলেমেয়েরা চাকরি পাবে। তার সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে নিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদের পদ্মা সেতু করে দিয়েছেন। এখন আমরা এই অঞ্চলে কল কারখানা গড়ে তুলব। সেখানে আপনাদের সন্তানেরা কর্মসংস্থানের সুযোগ পাবে।

এ.কে আজাদ বলেন, এই সামান্য খাদ্য সামগ্রী আপনাদের জন্য উপহার মাত্র, এটি কোনো সমাধান নয়, সমাধান হলো আপনার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং সেই সন্তান ভবিষ্যতে সংসারের হাল ধরবে। তিনি কষ্ট করে হলেও উপস্থিত সকলকে তাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান।

ফরিদপুর শহর আওয়ামী লীগের ২২ নং ওয়ার্ডের সভাপতি জিনাত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম নীরু, উপদেষ্টা খলিফা কামালউদ্দিন, যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, শহর আওমী লীগর আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান সুলতান রাহাত প্রমুখ।

এ সময় অতিথিরা নিম্নআয়ের স্থানীয় ৪০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল ও তেল বিতরণ করেন।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রশ্নফাঁসে জড়িত ডা. তারিমের ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি জেলেদের

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

সিলেটের ৪ উপজেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন স্বশিক্ষিত

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :