২৬ বছরেই টেস্ট থেকে অবসরে হাসারাঙ্গা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৩, ১৫:৫৭

বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনারদের একজন হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বয়সটাও খেলার পক্ষেই কথা বলছে। কিন্তু ক্রিকেটবিশ্বকে অবাক করে এক বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন তিনি। মাত্র ২৬ বছর বয়সেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেলেন এই লঙ্কান স্পিনার।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘হাসারাঙ্গা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন, কারণ তিনি ছোট সংস্করণের ক্রিকেটে নিজের ক্যারিয়ারকে লম্বা করতে চান।’

নিজের অভিষেক টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। নিজের প্রথম আন্তর্জাতিক টেস্টে ব্যাট হাতে ফিফটির দেখা পান তিনি। করেছিলেন মাত্র ৫৩ বলে ৫৬ রান। আর বল হাতে ৪ উইকেট পেয়েছিলেন এই ডানহাতি বোলার। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির দেখাও পান হাসারাঙ্গা।

উল্লেখ্য, টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারে মোট চারটি ম্যাচ খেলেছে ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট হাতে করেছেন মোট ১৯৬ রান। আর উইকেট নিয়েছেন মাত্র চারটি।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :