নগরকান্দায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী নারীর

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৭ | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৫

ফরিদপুরের নগরকান্দায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৩৮) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, বাকপ্রতিবন্ধী নারী রহিমা কানে কম শুনতেন। যে কারণে তিনি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :