বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদের মৃত্যুবার্ষিকী পালন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৪

নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে তার কবরে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে নেত্রকোণা সদর উপজেলার নাড়িয়াপাড়া হরমুজান পল্লীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আবু আহমেদ সিদ্দিক স্মৃতি সংসদের সভাপতি আবু আক্কাছ আহমেদের সভাপতিত্বে নেত্রকোণা মহিলা কলেজের অধ্যাপক অলিউল্লাহ খানের সঞ্চালনায় আবু সিদ্দিক আহমেদের যুদ্ধের স্মৃতিচারণ এবং তার কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরে আলোচনা করা হয়েছে।

স্মরণসভায় অধ্যাপক ননীগোপাল সরকার, নেত্রকোণা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নি, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস, বীর মুক্তিযোদ্ধা সুবাস রঞ্জন দত্ত, কালিয়াড়া গাবরাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, জনপ্রিয় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :