সংরক্ষিত বনাঞ্চলে পাকা ঘর নির্মাণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩১
অ- অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় কালো পলিথিন দিয়ে আড়াল করে সংরক্ষিত বনাঞ্চলে নির্মাণ করা হচ্ছে পাকাঘর। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে এই পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।

জানা যায়, উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিণা নতুন পাড়া এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের ডলু বনবিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখল করে পাকাঘর নির্মাণ করছে বদিউল আলম নামে স্থানীয় এক ব্যক্তি। যার ফলে পরিবেশে ও জীববৈচিত্র মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বদিউল আলম জানান, দীর্ঘদিন যাবৎ আমি এখানে ঘর বেঁধে বসবাস করে আসছি। মাটির ঘর জরাজীর্ণ হয়ে যাওয়ায় পাকাঘর নির্মাণ করেছি। একটি মহল আমাদেরকে তাড়ানোর জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের ডলু বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে বনবিট কর্মকর্তা গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে, সরেজমিনে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা