দেশকে এগিয়ে নিতে সুস্থ রাজনীতি দরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৪:২৯ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১৪:০৫

বাংলাদেশকে এগিয়ে নিতে সুস্থ রাজনীতি দরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সুস্থ রাজনীতির চর্চা থাকতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সুস্থ রাজনীতি দরকার। অসুস্থ রাজনীতি দেশকে ধ্বংসের দিকে ধাবিত করে। সুতরাং আমাদেরকে সুস্থ রাজনীতির চর্চা করতে মেধাবীদের রাজনীতিতে আসতে হবে। মেধাবীরা রাজনীতিতে এলেই দেশ সমৃদ্ধ হবে।’

মন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে হাসপাতালেও হামলা চালিয়ে শত শত মানুষ হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা সবসময়ই প্রতিবাদ জানিয়েছি। অথচ বিএনপি এই হত্যাযজ্ঞের ব্যাপারে কোনো প্রতিবাদই করছে না। এরা হত্যাযজ্ঞের পক্ষ নিয়েছে। তাদের এই নীরবতা, নিশ্চুপতা ইহুদিদের পক্ষে স্পষ্ট বোঝাই যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি সবসময়ই আন্দোলনের ভয় দেখায়। তারা ঈদের পরে, পূজার পরে আন্দোলন করবে বলে ভয় দেখায়, তা এদেশের মানুষ ভালোই জানে।’

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনটাকে যুদ্ধের মতো করে এগিয়ে নিতে হয়। তাহলেই জীবনের সার্থকতা লাভ করবে। যদি কখনো জীবন যুদ্ধে ব্যর্থ হও, তখন তোমাদের ব্যর্থতাগুলো আবার চেষ্টার মধ্যে দিয়ে সফলতা অর্জন করবে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা স্বপ্ন দেখবে।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ওদের স্বপ্ন দেখাবেন। আমি শুধু তথ্যমন্ত্রীই নই, আমি একজন শিক্ষকও বটে।’

তিনি আরও বলেন, ‘আমরা অর্থনৈতিকভাবে গরিব হতে পারি। আমরা পারিবারিক মায়ায় আবদ্ধ। বাবা-মা বৃদ্ধ হলে ইউরোপে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখে। আর আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মাকে নিয়ে একসঙ্গে থাকতে চাই।’

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এমএইচ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :