ষষ্ঠ দফা অবরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বেড়েছে
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এতে পরিবহন ও যাত্রীরা নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছেন। তবে সড়কে যথেষ্ট গণপরিবহন থাকলেও যাত্রীর উপস্থিত কম লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার সকালে মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড এবং শিমরাইল মোড় অংশে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ অন্যান্য দিনের অবরোধ বা হরতালের তুলনায় গাড়ি চলাচল বেশি করছে। চালকরা নির্বিঘ্নে এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডে যেতে পারছেন। কিন্তু যাত্রীর উপস্থিত কম থাকায় বাসস্ট্যান্ডগুলোতে পরিবহনগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছে। চালকরা বলেছে, এখন পর্যন্ত দুদলের অবরোধকে ঘিরে সড়কে কোনো ঝামেলা দেখেনি তারা। স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারছেন। এদিকে জনগণের জানমাল রক্ষার্থে সকাল থেকেই মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।
অনাবিল পরিবহনের চালক জানিয়েছেন, আজ অন্যান্য দিনের চেয়ে গাড়ি চলাচল বেশি করছে। সাইনবোর্ডে যাত্রীর অপেক্ষায় ৩০ মিনিট যাবত বসে আছেন তিনি। অর্ধেক ভরলেই চলে যাবেন।
সময় পরিবহনের চালক আসলাম বলেন, সড়কে গাড়ির চাপ থাকায় তড়িঘড়ি করে যাত্রী উঠাচ্ছে তারা। তবে যাত্রীর চাপ অনেক কম রয়েছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফুদ্দিন ঢাকা টাইমসকে বলেন, আজ যানচলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে। আমরা সর্বক্ষণ কাজ করছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, জনগণের জানমাল রক্ষার্থে আমরা সকাল থেকেই মহাসড়কে অবস্থান করছি। মানুষকে ভয়ভীতি দেখিয়ে নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এআর)