তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১০
অ- অ+

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টে সিরিজ খেলতে চলতি মাসেই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড। তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেখানে অধিনায়ক করা হয়েছে

বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি কেইন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের মতো পরীক্ষিত ক্রিকেটারদের। ধারণা করা হচ্ছে, ব্যস্ত সূচির কারণে দলের মূল ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বোর্ড। এছাড়া চোটের কারণে নেই লকি ফার্গুসন, জেমস নিশাম, ম্যাট হেনরি। আর বাংলাদেশ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জশ ক্লার্কসন, পেসার উইল ও’রুর্কে এবং আদি আশোক। তিনজনেরই নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে অশোকের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশের সঙ্গে বর্তমানে দুই টেস্টের সিরিজ খেলছে নিউজিল্যান্ড। যেখানে চলমান দ্বিতীয় টেস্টের আগে ১-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল। টেস্ট সিরিজ শেষে কিউইদের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে দু’দল ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডেতে মুখোমুখি হবে। পরবর্তীতে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়াং।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা