অবরোধে সারাদেশে নামছে ১০ হাজার আনসার সদস্য 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২১:০০ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৬

বিএনপির ডাকা ১১তম দফায় মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে সারাদেশে ১০ হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সচিব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ‘আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারাদেশে ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপির সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

আদেশে আরও বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেটরা আনসারদের মোতায়েনের বিষয়টি সার্বিক সমন্বয় করবেন।

এর আগে রবিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মঙ্গলবার ভোর ছয়টা থেকে ৩৬ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ডাকা এটি একাদশতম দফায় অবরোধ।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :