তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৩, ১৪:০৪

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি। রাতের তাপমাত্রা কমলেও ঘনকুয়াশা নেই। বিকালের পর থেকে হিমশীতল বাতাসের কারণে রাতভর কনকনে শীত অনুভূত হয়েছে।

এদিকে প্রতিদিনের মত শুক্রবারও ভোরের দিকেই উঁকি দিয়েছে সূর্য। সকাল হতে না হতেই ঝলমলে রোদে স্বস্তি দেখা দিয়েছে জনজীবনে। ভোরের দিক কুয়াশা থাকলেও সূর্যোদয়ের সাথে সাথে ঘনকুয়াশা কেটে যায়। সকালে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে যেতে দেখা যায় শ্রমজীবী মানুষদের। পাথর শ্রমিকরা নদীতে বরফ জলের মধ্যেই নেমে পড়েন কাজে। অন্যদিকে দিনে গরম রাতে শীতের কারণে দেখা দিয়েছে শীতজনিত রোগ ব্যাধি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাস। এ সময় কনকনে শীত অনুভূত হয়। শুক্রবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ডিসেম্বর এর শেষদিকে তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ নামতে পারে।

(ঢাকা টাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :