চট্টগ্রাম-১৬: নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা, আদালতে হাজির হতে নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো:
| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:২৬ | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯
আ.লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা।

মঙ্গলবার হারুন মোল্লা বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে মোস্তাফিজুরকে আগামী ৩ জানুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেছে।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনি আচরণবিধির ৮(খ) ধারা লঙ্ঘন করে শোডাউনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল ও সাংবাদিককে মারধরের ঘটনায় চট্টগ্রাম সিএমএম কোর্টে মামলাটি দায়ের করেছি।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মোস্তাফিজুর রহমান ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন। সাংবাদিকরা প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে তিনি গালিগালাজ করেন এবং সাংবাদিকদের মারধর করে মাটিতে ফেলে দিয়ে প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় ওইদিন ভুক্তভোগী এক সাংবাদিক চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ জমা দেন। অভিযোগটির তদন্ত করেন চট্টগ্রাম-১৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আবু সালেম মোহাম্মদ নোমান। তদন্তে ওইদিনের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ৩ ডিসেম্বর মোস্তাফিজুরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেন। এরপর নির্বাচন কমিশন মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :