ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৪, ১৩:২১
অ- অ+

জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন তারিখের তিস্তা ও ব্রহ্মপুত্র আন্তঃনগর ট্রেনের সর্বমোট ১৮টি আসনের সাতটি টিকেট জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, “শনিবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ইসলামপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একজন চিহ্নিত ট্রেনের টিকিট কালোবাজারি মেহেদী হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে তার কাছ থেকে বিভিন্ন তারিখের তিস্তা ও ব্রহ্মপুত্র আন্তঃনগর ট্রেনের ১৮টি আসনের সাতটি টিকেট, কালোবাজারিতে ব্যবহৃত একটি মোবাইল সেট ও টিকিট বিক্রির নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।”

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি তার নিকট আত্মীয়-স্বজনের নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে তাদের নামে আইডি খুলে অনলাইনে টিকিট কেটে সেই টিকিট নিজে সংগ্রহ করে চড়া দামে কালোবাজারে বিক্রি করতো।” এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান রেল পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখাউড়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
শরীয়তপুরে পদ্মা নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা