বগুড়ায় ঘর জামাইয়ের হাতে শাশুড়ি খুন

বগুড়ার আদমদীঘিতে ঘর জামাইয়ের হাতে খুন হয়েছেন শাশুড়ি জোবেদা বেওয়া (৫৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই রাসেল আহম্মেদ ও তার মা জুলেখা বেগম পলাতক রয়েছেন।
বুধবার দুপুর দেড়টায় উপজেলার চাপাপুর ইউনিয়নের মিতেইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবেদা একই গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিধবা জোবেদা বেওয়া প্রায় আড়াই বছর আগে তার একমাত্র মেয়ে সালেহাকে একই গ্রামের সেলিম হোসেনের ছেলে রাসেল আহম্মেদের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই রাখেন। ঘর জামাই থাকাকালে রাসেল বিভিন্ন সময় নানা কারণে তার স্ত্রী সালেহা ও শাশুড়ি জোবেদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। বুধবার দুপুরে বাড়িতে খাবার তৈরি হতে দেরি হওয়ায় স্ত্রীকে মারধর করেন রাসেল। এসময় তার শাশুড়ি বাধা দিতে গেলে রান্না করা খাবারের পাতিল নামানোর বেড়ি শাশুড়ি জোবেদার গলার ভেতর ঢুকিয়ে দেন রাসেল। বেড়িটি গলার শ্বাসনালিতে লেগে প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে আহত জোবেদাকে চিকিৎসার জন্য নিটকবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় জনগণ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জোবেদা।
নিহতের মেয়ে সালেহা জানান, তিনি অসুস্থ থাকার কারণে অন্য নারীর সংস্পর্শে থাকার চেষ্টা করেন রাসেল। কয়েকদিন আগেই এক নারীকে উত্ত্যক্ত করার ঘটনায় তাকে নিয়ে সালিশ হয়। বিভিন্ন কারণে তাকে নির্যাতন করতেন রাসেল। রাসেলের মা জুলেখা বেগমও তার ওপর নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, এ ঘটনায় নিহতের ভাই তবিবর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/১১জুলাই/এসএ)

মন্তব্য করুন