অঘোষিত ডন অপূর্ব, সঙ্গে ফিরলেন সেই এ্যানি খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৪:৪০

একক নাটকের শীর্ষ অভিনেতাদের একজন জিয়াউল ফারুক অপূর্ব। ধারাবাহিক নাটকে তাকে দেখা যায় না বললেই চলে। তবে এবার সেটাই করলেন অপূর্ব। যুক্ত হলেন ‘নীল ঘূর্ণি’ নামে একটি ধারাবাহিক নাটকে, যেখানে তিনি একজন অঘোষিত ডনের ভূমিকায়।

শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘নীল ঘূর্ণি’ পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এই নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরলেন এ্যানি খান। যিনি ২০২০ সালের জুনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। বোরকা-হিজাব পরে মন দিয়েছিলেন ধর্মেকর্মে। সঙ্গে অনলাইনে বোরকার ব্যবসাও শুরু করেছিলেন।

‘নীল ঘূর্ণি’-তে সেই এ্যানিকেও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে। নাটকটি সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। আজ (মঙ্গলবার)রাত ১০টায় প্রচারিত হবে নাটকের প্রথম পর্ব।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ধারাবাহিকটির গল্প অসাধারণ। বেশ আগে এ ধারাবাহিকটিতে অভিনয় করেছিলাম। দর্শক এখন নাটকে যে ধরনের গল্প দেখতে চান, এটি তেমনই। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকের গল্পে দেখা যাবে, বাদল আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে ঢাকার পুলিশ প্রশাসন। শোনা যায়, সে নাকি কক্সবাজার এসে গা ঢাকা দিয়েছে।

অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজার। কিছুদিন হলো তাদের বিয়ে হয়েছে। সারাদিন বিচে ঘোরাঘুরি শেষে রাতে হোটেল রুমে ফিরে স্পর্শীর মাথাব্যথা। অনিক ৫ মিনিটের কথা বলে ওষুধ আনতে বাইরে যায়। কিন্তু দুই ঘণ্টা পেরোনোর পরও যখন ফেরে না। এরপর কী হয়, তা দেখা যাবে নাটকে।

অপূর্ব এবং এ্যানি খান ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, এ্যামেলি হক, ফারুক আহমেদ ও রাশেদ মামুন অপু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :