প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেলো জাতীয় ফুটবল দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৪, ১৭:৩৪
অ- অ+

দুই প্রীতি ম্যাচের জন্য ভুটান গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ম্যাচ দুটি খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সদ্য চ্যাম্পিয়ন হওয়া সাফ অনূর্ধ্ব-২০ দলের চার ফুটবলার মিরাজুল ইসলাম, চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল ও তপু বর্মন জায়গা পেয়েছেন ২৩ সদস্যের এই দলে।

থিম্পুতে পৌঁছে আজ টিম হোটেলে সীমাবদ্ধ দলের কার্যক্রম। শনিবার (৩১ আগস্ট) থেকে শুরু হবে অনুশীলন। প্রথমবার ২৩ ফুটবলারকে এক সঙ্গে পাবেন হাভিয়ের কাবরেরা। তারুণ্যনির্ভর দল নিয়ে দুটি ম্যাচই জিততে চান তিনি।

নেপাল থেকে সাফল্য নিয়ে ফেরার পরদিন ভুটান মিশন মিরাজুল ইসলাম, শাকির আহাদ তপুদের। প্রথমবার জাতীয় দলে সাফ অনূর্ধ্ব ২০ জয়ী দুই তরুণ। বিমানবন্দরেও ফুটবলার-কর্মকর্তা সবার শুভেচ্ছায় সিক্ত মিরাজ, তপুরা। চ্যাম্পিয়ন দলের আরও দুই ফুটবলার রাব্বী হোসেন রাহুল, চন্দন রায়ও ভুটান সফরে জামাল, মোরসালিনদের সঙ্গী হয়েছেন। তবে জাতীয় দলের ক্যাম্প তাদের কাছে প্রথম নয়। তারুণ্যনির্ভর দল নিয়ে হাভিয়ের কাবরেরাও চমক দেখানোর অপেক্ষায়।

বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, তপু-মিরাজরা নেপাল থেকে খেলে ফিরেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় তাদের খেলার অভিজ্ঞতা আছে। তারা ফর্মেও আছে, আশা করি প্রত্যাশা পূরণ করতে পারবে।

বাংলাদেশের ম্যানেজার আমের খান বলেন, দলের সঙ্গে যদি এমন করে পাঁচ-ছয় জন আস্তে আস্তে ঢুকতে থাকে তাহলে পরে আমাদের পাইপলাইন ভালো হবে।

ভুটানের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেন, কন্ডিশনসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে দলে যারা আছে তাদের ওপর আস্থা রাখা যায়। আমি দুটি ম্যাচেই জয়ের প্রত্যাশা করছি।

বাংলাদেশের ফুটবলার সোহেল রানা বলেন, আমাদের র‌্যাঙ্কিং ভালো একটি অবস্থা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই ম্যাচ দুটো আমাদের জিততেই হবে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা