বাংলাদেশ-ভারত সিরিজে যত রেকর্ডের হাতছানি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০
অ- অ+

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার ভারত চ্যালেঞ্জ। আজ (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে শান্ত-মুশফিকরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজের প্রথমটি। এই সিরিজ দিয়ে বেশ কিছু রেকর্ড গড়তে পারে বাংলাদেশ-ভারতের খেলোয়াড়েরা। যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ও ভারতের ৩ জন করে ক্রিকেটার। বাংলাদেশের হয়ে রয়েছেন- মুশফিকুর রহীম, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম আর ভারতের হয়ে রয়েছেন বিরাট কোহলি, কুলদ্বীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের মালিক হতে মুশফিকুর রহিমের প্রয়োজন মাত্র ৯ রান। বর্তমানে শীর্ষে থাকা তামিমের রান সংখ্যা ১৫ হাজার ১৯২ এবং মুশফিকুর রহিমের রান ১৫ হাজার ১৮৪। এদিকে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হতে স্পিনার তাইজুল ইসলামের প্রয়োজন আর ৫ উইকেট।

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে ৪র্থ বোলার হিসেবে ৩০০ উইকেটে কীর্তির সামনে দাঁড়িয়ে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ কীর্তি গড়তে তার প্রয়োজন আর ৭ উইকেট। বর্তমানে তার উইকেট সংখ্যা ২৯৩টি। তার আগে রয়েছেন সাকিব, মাশরাফী ও মুস্তাফিজ।

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে ১৩তম বোলার হিসেবে ৩০০ উইকেটে কীর্তির সামনে দাঁড়িয়ে স্পিনার কুলদ্বীপ যাদব। এ কীর্তি গড়তে তার প্রয়োজন আর ৬ উইকেট। বর্তমানে তার উইকেট সংখ্যা ২৯৪টি। অন্যদিকে টেস্ট ফরম্যাটে ভারতের ৭ম বোলার হিসেবে ৩০০ উইকেটে কীর্তির সামনে দাঁড়িয়ে স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এ কীর্তি গড়তে তার প্রয়োজন আর ৬ উইকেট। বর্তমানে তার উইকেট সংখ্যা ২৯৪টি।

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে দ্রুততম ব্যাটার হিসেবে ২৭ হাজার রান করার দ্বারপ্রান্তে ভারতের বিরাট কোহলি। এ কীর্তি গড়তে তার দরকার মাত্র ৫৮ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই এই কীর্তি গড়তে পারেন তিনি। বর্তমানে কোহলির রান সংখ্যা ২৬ হাজার ৯৪২। তিন সংস্করণে সর্বোচ্চ রানসংখ্যায় কোহলির ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার (৩৪৩৫৭)।

দলীয়ভাবেও দারুণ এক মাইলফলকের হাতছানি আছে বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেই নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে তাদের বিপক্ষে ১৩ টেস্ট খেলে একবারও জয় পায়নি টিম টাইগার্স। এবার এক ম্যাচে জয় পেলে টেস্ট খেলুড়ে ১০ দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের। লাল বলে এখন পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি টাইগাররা।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা