আ. লীগ ক্ষমতায় আসার পর খুনের নেশা তাদের ঘাড়ে চেপে বসেছিল: শামীম সাঈদী

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ২০:৪১
অ- অ+

একাত্তরের স্বাধীনতায় ঠিকই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল কিন্তু তারা ক্ষমতায় আসার পর তাদের ঘাড়ে খুনের নেশা চেপে বসেছিল বলে মন্তব্য করেছেন আল্লামা দেলোয়ার হোসাইনের ছেলে ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী।

রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে স্থানীয় জামায়াতে ইসলামি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামীম সাঈদী বলেন, গণতন্ত্রকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ যেপরিমাণ গুম-খুন, লুণ্ঠন, জুলুম, নির্যাতন ও অত্যাচার করেছে। লগি-বৈঠা দিয়ে যে তাণ্ডব চালিয়েছে। তার প্রতিবাদ স্বরূপ ৫ আগস্ট সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে দেশ মুক্তি পেয়েছে। মানুষ আজ স্বাধীনতার স্বাদ ভোগ করছেন।

উপজেলা জামাতের আমির মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্যা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এনায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাারোয়ার হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদা প্রমুখ।

(ঢাকা টাইমস/২৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা
রেকর্ড হারে কমলো জাপানের জনসংখ্যা
রংধনু গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের মামলা, সম্পত্তি ক্রোক
জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা