আ. লীগ ক্ষমতায় আসার পর খুনের নেশা তাদের ঘাড়ে চেপে বসেছিল: শামীম সাঈদী

একাত্তরের স্বাধীনতায় ঠিকই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল কিন্তু তারা ক্ষমতায় আসার পর তাদের ঘাড়ে খুনের নেশা চেপে বসেছিল বলে মন্তব্য করেছেন আল্লামা দেলোয়ার হোসাইনের ছেলে ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী।
রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে স্থানীয় জামায়াতে ইসলামি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপজেলা জামাতের আমির মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্যা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এনায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাারোয়ার হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদা প্রমুখ।
(ঢাকা টাইমস/২৭অক্টোবর/এসএ)

মন্তব্য করুন