সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭
অ- অ+

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুপক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশত মানুষ আহত বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের জসীম উদ্দিন চৌধুরী, সুমন চৌধুরীর সঙ্গে একই গ্রামের আনু মিয়া চৌধুরী, নানু মিয়া চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এরই জের ধরে এদিন সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসকরা গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

গুলিবিদ্ধ আহতের মধ্যে— ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী(৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরী (৪২), মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরীকে (২৫) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকা ডা. প্রশান্ত সাগর দাস জানিয়েছেন, আহতদের শরীরে ছররাগুলি রয়েছে বলে দেখা যাচ্ছে যা মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি শুনেছি ৭-৮ জন গুলিবিদ্ধ হয়েছে। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই বিষয়ে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে থাকবে পাকিস্তানের নাম
বিএনপি নেতা সালাউদ্দিনের বহিষ্কার চেয়ে সদস্যপদ হারালেন মহিলা দল নেত্রী
দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে রিয়াল মাদ্রিদের বড় জয়
ফরিদপুরের কৃতী অভিনেতা অমল বোসকে কেউ মনে রাখেনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা