লোহাগাড়ায় সৌদি রিয়াল বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় সৌদি রিয়াল বিক্রির কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর লোহাগাড়া থানা পুলিশ চার প্রতারককে গ্রেপ্তার করেছে। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ তৌহিদুর রহমান (৪২) বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— ফরিদপুরের ভাঙ্গা থানাধীন সদরদী ইউনিয়নের বাসিন্দা মো. সরওয়ার ফকির (৫৪), মো. সোহেল বেগ (৩০), কামাল শেখ (৩৪) ও শওকত খান (৬০)।
মামলার বাদী সৈয়দ তৌহিদুর রহমান বলেন, ‘আমার বাবা একজন দলিল লেখক। আসামি মো. সরওয়ার ফকির আমার বাবার সঙ্গে দেখা করে কিছু জায়গা ক্রয়ের কথা বলেন। কথায় কথায় আমার বাবা আসামিকে জানান, উনি কিছুদিনের মধ্যে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। তখন আসামি জানান, তার কাছে পাঁচ লাখ টাকার সৌদি রিয়াল আছে, যা সে বিক্রি করবে, তখন আমার বাবা আমার সঙ্গে আসামিকে কথা বলতে বলেন। কারণ তিনি সৌদি রিয়াল চেনেন না। আসামি আমার সঙ্গে মোবাইলে কথা বলে টাকা নিয়ে লোহাগাড়ার বটতলী স্টেশনের পুরনো মা ও শিশু হাসপাতালের সামনে আসতে বলেন। আমি একটি লাল শপিং ব্যাগে পাঁচ লাখ টাকা নিয়ে গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মা ও শিশু হাসপাতালের সামনে দাঁড়ালে আসামি মো. সরওয়ার ফকির ও সোহেল বেগ আমার সঙ্গে দেখা করেন।
আসামিরা আমার পাশাপাশি এসে কৌশল বিনিময় করলে তাদের দেওয়া কোনো হেলুসিনেটিক ড্রাগের প্রভাবে আমি তাদের কথামতো চলতে থাকি। তারা আমার হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে আমাকে জানায়, আপনি একটু অপেক্ষা করুন আমরা সৌদি রিয়াল নিয়ে আসি। এরপর তারা লাপাত্তা হয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে বারবার কল করার চেষ্টা করলে মোবাইল নম্বরটি বন্ধ পাই। তখন বুঝতে পারি প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরে লোহাগাড়া থানা পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ হাসপাতালের সিসি ক্যামরা চেক করে ওই দিনের প্রতারক চক্রের ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও দেখে এলাকাবাসী জানান, প্রতারক চক্রের সদস্যরা লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসিতে একটি বাসায় ভাড়া থাকে। তখন গ্রামবাসী এবং পুলিশের যৌথ অভিযানে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৪ লাখ ৪২ হাজার টাকা।’লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ভিডিও ফুটেজ এবং গ্রামবাসীর সহায়তার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
(ঢাকা টাইমস/০২জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন