বিপিএল: টানা দুই ম্যাচে হারলো শাকিব খানের ঢাকা

এবারের বিপিএলে শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। তবে শক্তিশালী দল গড়েও ১১তম আসরে টানা দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচে রংপুরের কাছে ৪০ রানে হারের পর এবার রাজশাহীর কাছে ৭ উইকেটে হারলো ঢাকা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলের পঞ্চম ম্যাচে ১৭৫ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় তু্লে নেয় রাজশাহী। ৪৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন বার্ল। এর আগে বল হাতে ১৯ রান খরচায় একাই ৭ উইকেট নিয়ে ঢাকাকে ১৭৪ রানে আটকে দিয়েছিলেন তাসকিন।
রাজশাহীর হয়ে আজ ওপেনিংয়ে নামেন জিশান আলম ও মোহাম্মদ হারিস। তবে ইনিংসের প্রথম ওভারেই ভেঙে যায় এই জুটি। ৫ বলে ১২ রান করে মুস্তাফিজের বলে এসকেনাজির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ হারিস। তার বিদায়ে ১৩ রানেই প্রথম উইকেট হারায় রাজশাহী।
মোহাম্মদ হারিসের পর মুকিদুল ইসলামের শিকার হয়ে দলীয় ৩১ রানে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার জিশান আলম। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
এই দুই ওপেনারের বিদায়ের পর ইয়াসির আলিকে নিয়ে জুটি গড়েন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে রাজশাহী। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান আলাউদ্দিন বাবু।
আলাউদ্দিন বাবুর বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২০ বলে ২২ রান করা ইয়াসির আলি। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি।
ইয়াসির আলি ফিরে গেলে রায়ান বার্লকে নিয়ে জুটি গড়েন এনামুল হক বিজয়। এই দুই ব্যাটারই তুলে নেন জোড়া অর্ধশতক। এই জুটির ১০৬ রানে ভর করে ১৮ ওভার ১ বলেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। এনামুল হক বিজয় ৪৩ বলে ৭৬ ও রায়ান বার্ল ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত রয়েছেন।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন