শরীয়তপুরে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, ১২:২৩
অ- অ+

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন ভেদরগঞ্জ এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে সর্বমোট ৬৭০ জন অসহায়, গরিব, দুস্থ, ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে নেতৃত্ব দিয়েছেন সার্জন লে. কমান্ডার আহামেদ রিফাত তাহমিদ এবং সার্জন লে. জান্নাতুল ফেরদৌস।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ৫৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত
মারা গেলেন বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও
অবৈধ পথে লিবিয়ায় যাওয়া ১৭৫ বাংলাদেশি দেশে ফিরলেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা