চট্টগ্রামে ইপিজেডে শ্রমিকদের সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:২১| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:২৯
অ- অ+

চট্টগ্রামে ইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চারটি কারখানা শ্রমিকদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার সকাল ৯টার দিকে এই সংঘর্ষে জড়ান জেমএস ও ম্যারিমো লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিংয়ে মেজর আরিফিন কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা বিবাদে জড়ায়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে সূত্র বলছে, বেশ কয়েক দিন ধরে বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তুষ্টির কারণে জেএমএস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় ইপিজেডের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে অপর কারখানার শ্রমিকরা তাদের বাধা দেয়। এরই সূত্র ধরে বিবাদে জড়ায় শ্রমিকরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও নৌবাহিনী পুলিশ দুটি কারখানা ঘিরে রেখেছে। এই দুটি কারখানায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, এই মুহূর্তে কারখানার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনী পুলিশ দুটি কারখানা ঘিরে রেখেছে। এই দুটি কারখানায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরুণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা