শেখ হাসিনাকে বরণ করার জন্য কলাপাতা দিয়ে গেট সাজিয়ে রেখেছি: জামায়াত সেক্রেটারি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:১১| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:৫৮
অ- অ+

পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা এ দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। এখন শোনা যাচ্ছে তিনি নাকি আবার বাংলাদেশে ঢুকে পড়তে চান, তাকে বরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাতার গেট তৈরি করে রেখেছে।

শুক্রবার শরীয়তপুর জেলার ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া জন্য জামায়াতে নেতাকর্মীদের আরো অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে, নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাবো নাকি পিছিয়ে থাকবো সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে আল কোরআন।

শরীয়তপুর জেলা জামাযাতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী।

এসময় বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহাবুদ্দিন, কাজী ইলিয়াস, ভেদরগঞ্জ পৌরসভা আমীর মাওলানা খবির উদ্দিন রমিজি, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা