শেখ হাসিনাকে বরণ করার জন্য কলাপাতা দিয়ে গেট সাজিয়ে রেখেছি: জামায়াত সেক্রেটারি

পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা এ দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। এখন শোনা যাচ্ছে তিনি নাকি আবার বাংলাদেশে ঢুকে পড়তে চান, তাকে বরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাতার গেট তৈরি করে রেখেছে।
শুক্রবার শরীয়তপুর জেলার ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে আল কোরআন।
শরীয়তপুর জেলা জামাযাতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী।
এসময় বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহাবুদ্দিন, কাজী ইলিয়াস, ভেদরগঞ্জ পৌরসভা আমীর মাওলানা খবির উদ্দিন রমিজি, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন