বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে: পন্টিং

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮
অ- অ+

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের একবারে শেষে এসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্টকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। মাঠে গড়ানোর আগে ইতিমধ্যে দল নিয়ে চলছে নানা বিশ্লেষন। এছাড়া সব দলের সম্ভাবতা নিয়েও কথা হচ্ছে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং দলগুলোর শক্তিমত্তা–দুর্বলতার জায়গাগুলো নিয়ে পর্যালোচনা করেছেন। যেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতি আছে বলে মনে করেন তিনি। তার মতে মুশফিক–মাহমুদউল্লাহ–নাজমুল–তাসকিনদের চেয়ে রশিদ–নবী–গুরবাজদের আফগানিস্তানই এগিয়ে থাকবে।

১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে দ্বিতীয় দিনেই। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং পাকিস্তান। ফলে সেমিফাইনালের রাস্তাটা বাংলাদেশের জন্য ভীষণ কঠিন।

আফগানিস্তানের জন্যও বাস্তবতা কঠিনই। তাদের গ্রুপে আছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। দলগুলোর শক্তিমত্তা এবং গুনগতমান বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, বাংলাদেশ বাকি সাত দলের চেয়ে বেশ পিছিয়ে পড়েছে।

আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই অজি কিংবদন্তি বলেন, যখন আপনি দলটিকে (বাংলাদেশ) বাকি দলের সঙ্গে মিলিয়ে দেখেন–চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলোর চেয়ে তাদের গুনগত মানে কিছুটা ঘাটতি আছে।'

তিনি বলেন, 'সত্যি বলতে আমি মনে করি, তারা ধুঁকতে যাচ্ছে। আমি মনে করি না তাদের সেই মান আছে।'

চ্যাম্পিয়ন্স ট্রফি কেন বাংলাদেশের জন্য কঠিন সংগ্রামমুখর হতে যাচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন। পন্টিংয়ের মতে, এর পেছনে ভিন্ন কন্ডিশনেরও একটা ভূমিকা আছে। পন্টিংয়ের ভাষায়, 'যদি তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পায়, সে ক্ষেত্রে তারা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি মনে করি না তারা বাংলাদেশে যে রকম কন্ডিশন পায়, এই টুর্মানেন্টে তেমনটা পেতে যাচ্ছে। তাই এটা একটা বড় শূন্যতা, যা তাদের পক্ষে পূরণ করা কঠিন।'–পন্টিং যোগ করেন।

একই সঙ্গে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে ভালো করবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন এই ৫০ বছর বয়সী, 'ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো চ্যাম্পিয়ন্স ট্রফি কাটাতে যাচ্ছে।'

আট দলের টুর্নামেন্টটি আগামী ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর পরদিন করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে আফগানিস্তান।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
রাজশাহীতে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা