পাঁচ ঘণ্টা পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাঁচ ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত বুধবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে রাত ১২টা ৪৫ মিনিট থেকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়ান বলেন, “কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।”
বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন