ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানকে ফাইনালে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭
অ- অ+

চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি হিসেবে তিন জাতি সিরিজ খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। যেখানে দুই দলের বিপক্ষেই জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি।

মিনিবিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যাশায় নিজেদেরকে ঝালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত দারুণ হতাশই হতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দলকে। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে কোনো ম্যাচ না হারায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারল মিচেল স্যান্টনারের দল।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। গ্রুপ পর্বের মতোই ফাইনালের লড়াইয়েও পাকিস্তানকে কোনো পাত্তা না দিয়ে বড় জয় তুলেছে নিউজিল্যান্ড। শিরোপার লড়াইয়ে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

শুরুতে ব্যাট করে ৪৯.৩ ২৪২ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৫ রানে বিদায় নেন উইল ইয়াং। বিপদ আসতে পারত আরও। কারণ ইনিংসের শুরুর দিকে পাকিস্তানি পেসারদের সামলাতে কেইন উইলিয়ামসন এবং ডেভন কনওয়েকেও শুরুর দিকে বেশ সংগ্রাম করতে হয়েছে।

তবে সময় গড়াতে থাকলে সেট হয়ে যান উইলিয়ামসন এবং কনওয়ে। ৭১ রানের জুটি গড়ে নিজেদের চালকের আসনে বসান এই দুই ব্যাটার। ৩৪ রান করে সালমান আঘার বলে বোল্ড হয়ে ফেরেন উইলিয়ামসন। আর ডেভন কনওয়ে ফেরেন দলীয় ১০৮ রানে। ৫ চারে ৪৮ রান করেছেন তিনি।

কনওয়ের বিদায়ের পরপরই টম লাথামকেও আউট করার সুযোগ তৈরি করেছিল পাকিস্তান। তবে আম্পায়ারের সিদ্ধান্তকে রিভিউ না করে পস্তাতে হয়েছে রিজওয়ানদের। চতুর্থ উইকেটে ড্যারেল মিচেলের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে সেই লাথামই ম্যাচ থেকে ছিটকে দেন পাকিস্তানকে।

জয় থেকে ৪৮ রান দূরে থাকাবস্থায় ব্যক্তিগত ৫৭ রানে আউট হন মিচেল। ৬৪ বলে ৫৬ রান করে লাথাম দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়ে আউট হন। শেষদিকে গ্লেন ফিলিপস ২০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনফর্ম ওপেনার ফখর জামান ফেরেন ১৫ বলে ১০ রান করে। সৌদ শাকিলও পাননি রানের দেখা। তবে অন্যপ্রান্তে বাবর আজম এগোচ্ছিলেন ভালো গতিতেই। ৩৪ বলে ২৯ রান করে তিনি ফিরলে ৫৪ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

চতুর্থ উইকেটে দারুণ প্রতিরোধ দেখান রিজওয়ান এবং সালমান আঘা। গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ান এই জুটিতে যোগ করেন ৮৮ রান। ৭৬ বলে ৪৬ রান করে দলীয় ১৪২ রানে উইলিয়াম ও রোর্কের বলে রিজওয়ান আউট হয়ে রিজওয়ান আউট হলে ভাঙে এই জুটি। রিজওয়ানের বিদায়ের পর স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই ফেরেন সালমান আঘা। ৬৫ বলে ৪৫ রান করেন তিনি। আঘার বিদায়ের পর হাল ধরেন তায়েব তাহির। কিন্তু দলীয় ১৯৫ রানে তিনি ফেরার পর বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৩৮ বলে ৩৩ রান করে তাহিরের বিদায়ের পর ৭ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় পাকিস্তান।

একসময় মনে হচ্ছিল, পাকিস্তানের স্কোরটা হয়তো ২১০ এর মধ্যেই আটকে যাবে। তবে নাসিম শাহ এবং ফাহিম আশরাফের ব্যাটে ২৫০ রান করারও সম্ভাবনা তৈরি করেছিল পাকিস্তান। তবে মাত্র ৮ রানের জন্য সেখানে পৌঁছাতে পারেনি পাকিস্তান। ৩ বল বাকি থাকতে ২৪২ রানে থামে পাকিস্তানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন ও রোর্কে। ২টি করে উইকেট পেয়েছেন মিচেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। একটি করে উইকেট গেছে নাথান স্মিথ এবং জ্যাকব ডাফির ঝুলিতে।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে’
হরিরামপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা