আমলার সঙ্গে যৌথভাবে যে রেকর্ড গড়লেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯
অ- অ+

ব্যাট হাতে অনেকদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। আর তাইতো নিজের স্বরূপে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। তবে ব্যাট হাতে ভালো না খেলেলেও নতুন এক রেকর্ডে নাম লেখালেন বাবর আজম।

ত্রিদেশীয় সিরিজ খেলতে নামার আগে বাবর আজমকে দ্রুততম ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক হাতছানি দিয়ে ডাকছিল। সেটা মোটেই অসম্ভব ছিল না, দরকার ছিল মাত্র ৪৩ রান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা করতে পারেননি ১০ রানে আউট হওয়ায়, প্রোটিয়াদের বিপক্ষে আউট হয়ে যান ২৩ রানে। তবুও ইনিংসের হিসাবে দ্রুততম হওয়ার সুযোগ রয়েই যায়, তবে সেটা যৌথভাবে।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কিউইদের মুখোমুখি হওয়ার আগে বাবর আর ১০ রান করলেই ওয়ানডেতে ৬০০০ রান হয়ে যেত। সেটি ছাড়িয়ে তিনি আউট হওয়ার সময় রানটাকে নিয়ে গেছেন ৬০১৯–এ। এই রান করতে বাবরের লেগেছে ১২৩টি ওয়ানডে ইনিংস। সমান ইনিংস খেলে আমলাও একই কীর্তি গড়েছিলেন।

এ ছাড়া ওয়ানডেতে ৬০০০ রান করতে দ্বিতীয় সর্বনিম্ন ১৩৬ ইনিংস লেগেছে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। এ ছাড়া সমান ১৩৯তম ওয়ানডে ইনিংসে নিউজিল্যান্ডের সাবেক কাপ্তান কেইন উইলিয়ামসন এবং সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ছয় হাজার রানের মাইলফলকে পৌঁছান।

এই কীর্তিতে যৌথভাবে শীর্ষে থাকা বাবর এ নিয়ে একাদশ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬০০০ রান করেছেন। সর্বোচ্চ ১১৭০১ রান নিয়ে শীর্ষে ইনজামাম-উল-হক এবং এরপর যথাক্রমে আছেন মোহাম্মদ ইউসুফ (৯৫৫৪ রান) ও সাঈদ আনোয়ার (৮৮২৪ রান)। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন সাঈদ আনোয়ার। একটি সেঞ্চুরি কম (১৯) নিয়ে বাবর সেই রেকর্ড ভাঙার খুব নিকটে অবস্থান করছেন।

এর আগে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান করারও রেকর্ড গড়েছিলেন বাবর। ২০২৩ সালের মে মাসে তিনি সেই মাইলফলক পূর্ণ করেন মাত্র ৯৭ ইনিংসে। অর্থাৎ, আরও এক হাজার রান করতে এই পাক তারকার লেগেছে ২৬ ইনিংস। তবে সময়টা খুব সুখকর যাচ্ছে না বাবরের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই তিনি ব্যাটিংয়ে ধারাবাহিক নন। সর্বশেষ সাতটি ওয়ানডে ইনিংসে পঞ্চাশোর্ধ রান করেছেন মাত্র দু’বার।

বাবরের মাইলফলক গড়ার রাতে অবশ্য কিউইদের বড় লক্ষ্য দিতে পারেনি পাকিস্তান। এই তারকা আউট হয়ে যান ৩৪ বলে ২৯ রান করে। এ ছাড়া অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৪৬, সালমান আলি আগা ৪৫ ও তৈয়ব তাহিরের ৩৮ রানে ভর করে পাকিস্তান অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২৪২ রান তোলে। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে সেই রান ডিফেন্ড করতে হবে পাক বোলারদের। অন্যথায় জয়ের পাল্লাটা চলে যাবে কিউইদের দিকে।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
রাজশাহীতে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা