এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক নিয়ে ঝামেলা যেনো শেষই হচ্ছে না। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসরে খেলার চেয়ে বেশি আলোচনায় ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। এমনকি দুর্বার রাজশাহীর বিরুদ্ধে বারবার পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ক্রিকেটাররা।
বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দেখা গেল একই চিত্র। ডিপিএলের দল পারর্টেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন ওপেনার মুনিম শাহরিয়ার।
ডিপিএলের ২০২৩-২৪ মৌসুমে পারর্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন মুনিম। এরপর গড়িয়ে গেছে প্রায় এক বছর। কিন্তু এখনও চুক্তির পুরো টাকা পাননি বলে অভিযোগ তুলেছেন তিনি। ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন এ ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিম লিখেছেন,'পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফ সিজন শেষ হবার পূর্বেই আমার পারিশ্রমিক পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেন। 'খেলা চলাকালীন সময়ে তারা পারিশ্রমিকের ৫০% পরিশোধ করে। ডিপিএল শেষ হয়েছে প্রায় এক বছর হতে চললো। অথচ ক্লাব কর্তৃপক্ষ আমার বাকি ৫০% পারিশ্রমিক পরিশোধ করেনি।'
একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রতি দিলেও তা ভঙ্গ করেছে ক্লাব কতৃপক্ষ। মুনিম বলেন, 'গত এক বছরে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাজ্জাদ সাহেব আমাকে ১০ থেকে ১২ টি তারিখ দিয়েছেন অথচ টাকা পরিশোধ করেনি।'
(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন