সাতক্ষীরা আ.লীগের ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে কলেজ থেকে বের হওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।
প্রনব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের পদেও দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মামলার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।’
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন