খেলোয়াড়দের আচরণের জন্য বড় অঙ্কের জরিমানা আর্সেনালের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
অ- অ+

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাইলস লুইস-স্কেলির লাল কার্ডের ঘটনার পর খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় শাস্তি পেয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৬৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

গত মাসের ২৫ তারিখ উলভসের বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্সেনাল। সেসময় আর্সেনালের খেলোয়াড়রা ঘিরে ধরেন রেফারি মাইকেল অলিভারকে। ভিএআরেও বহাল রাখা হয় অলিভারের সিদ্ধান্ত। তবে পরবর্তীতে লাল কার্ডের বিরুদ্ধে আর্সেনাল আপিল করার পর ১৮ বছর বয়সি লুইস-স্কেলির তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করা হয়।

রেফারির সঙ্গে খেলোয়াড়দের এমন আচরণের সময় দলের কোচ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। তার পাশাপাশি মাঠে খেলোয়াড়দের প্রতিবাদের ধরণ এবং রেফারির সঙ্গে বাদানুবাদের বিষয়টি উপেক্ষা করা সম্ভব হয়নি।

এফএ সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে আর্সেনালের জরিমানার বিষয়টি জানিয়েছে। আর্সেনাল পরবর্তীতে অভিযোগ স্বীকার করে নিয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে চলতি মৌসুমে সবচেয়ে বেশি চারটি লাল কার্ড দেখেছে আর্সেনালের খেলোয়াড়রা। লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে মিকেল আর্তেতার দল। শিরোপার জন্য এখনও লড়াই করে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিক্যাল টিম ঢাকায়
বাচ্চাদের চিকিৎসার জন্য কোন দেশ ভেদাভেদ করছি না: বার্ন ইন্সটিটিউট পরিচালক
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
হাতিয়ার সাগরে ভাসমান ট্রলার থেকে ১৪ জেলে উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা