দারুণ জয়ে শিরোপা ঘরে তুলল রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫১
অ- অ+

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় কর্মসূচি ‘তারুণ্যের উৎসব ২০২৫’ দেশের তারুণ্যের শক্তিকে উদযাপনের এক মহোৎসব। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ আয়োজনের অংশ হিসেবে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর অংশগ্রহণে আয়োজন করা হয় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট শক্তিশালী প্রতিপক্ষ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে ফাইনাল ম্যাচে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সমর্থকরা মাঠ কানায় কানায় পূর্ণ করে তুলেছিল। খেলার প্রতিটি মুহূর্তে চার-ছক্কার উচ্ছ্বাস আর আউটের উদযাপনে সরব ছিল গ্যালারি।

এই জয়কে সম্ভব করতে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন আরপিআই অ্যালামনাই অ্যাসোসিয়েশন (www.rpiaa-rangpur.org) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠনের ব্যানারে অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন এবং সার্বিক সহযোগিতা দিয়েছেন।

প্রতিষ্ঠানের সাবেক ছাত্র প্রকৌশলী তৌহিদুর রহমানকে আহ্বায়ক করে গত ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় ‘রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, ‘এই জয়ের মাধ্যমে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রমাণ করেছে খেলাধুলায় তাদের দক্ষতা ও প্রতিযোগিতামূলক মনোভাব। এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অনন্য গর্ব ও নিদর্শন। ভবিষ্যতে এই সাফল্য আমাদের তরুণ শিক্ষার্থীদের আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।’

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের খেলাধুলার উন্নয়ন এবং নতুন প্রতিভা গড়ে তুলতে এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনেন পক্ষ থেকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃত্রিম চিনি জটিল রোগের ঝুঁকি বাড়ায়, বিকল্প হিসেবে যেসব খাবার খাবেন
গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা