শেরপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, মায়ের বিষপান

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৪
অ- অ+

শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন নবম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তার মা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ এলাকাবাসী জানায়, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ধর্ষণের শিকার হয় ওই স্কুলছাত্রী। সেদিন ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে বন্ধু-বান্ধবীর সাথে বেড়াতে গেলে কালিনগর এলাকার এক বখাটে যুবক ইলিয়াস (৩৬) তাকে ধর্ষণ করে।

পরে ওই যুবকের প্রভাবশালী পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারের ওপর চাপ প্রয়োগ করে মামলা না করার জন্য। ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেয়েটির মা বাড়ির পাশে জঙ্গলে গিয়ে বিষপান করেন।

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠান। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন জানান, তারা ভিকটিমকে (ধর্ষিতা) নিরাপদ হেফাজতে নিয়েছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি: সিইসি
‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে বিআরটিএ'র আলোচনা সভা
৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করে চমক দিলেন ড. জাকির নায়েক
শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠক করবে ১২দলীয় জোট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা