‘একনায়ক’ জেলেনস্কি সরে না দাঁড়ালে কোনো দেশেই তার ঠাঁই হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫
অ- অ+

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, তিনি (জেলেনস্কি) সরে না দাঁড়ালে কোনো দেশেই তার ঠাঁই হবে না।’

বুধবার সৌদি আরবে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা-রাশিয়ার বৈঠকের পর ট্রাম্পকে নিশানা করে জেলেনস্কি বলেছিলেন, ‘‘উনি এখন রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করেন।’ তার পরই জেলেনস্কিকে পাল্টা তোপ দাগলেন ট্রাম্প।

বুধবার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জেলেনস্কিকে নিশানা করে ট্রাম্প লেখেন, ‘তিনি নির্বাচন করাতে চাননি। তিনি একটা কাজেই ভালো ছিলেন। সেটা হচ্ছে, জো বাইডেনকে বেহালার মতো বাজিয়ে যাওয়া। নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা ‘একনায়ক’ হলেন জেলেনস্কি। তার সরে যাওয়া ভালো। না হলে তার যাওয়ার মতো কোনো দেশ থাকবে না।’

২০১৯ সালে ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০২৪ সালেই তার পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলার জন্য সে দেশে সামরিক আইন কার্যকর করা হয়েছে। এই আইন কার্যকর থাকার ফলে ইউক্রেনে এখনই নির্বাচন করানো সম্ভব নয়। সে কারণে প্রেসিডেন্ট হিসাবে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি।

ইউক্রেনের একটি সমীক্ষক সংস্থার সমীক্ষা অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কমেছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর তার জনপ্রিয়তা কখনো ৫০ শতাংশের কম হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে অভিনয় পেশায় ছিলেন জেলেনস্কি।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা